কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ১৩
বিষয়: চর্যাগীতি-৪

          রাগ-মল্লারী
  মণ তরু পাঞ্চ ইন্দি তসু সাহা ।
  আসা বহলপাত ফল বাহা ॥ধ্রু॥
  বরগুরু-বঅণে কুঠারেঁ ছীজই
  কাহ্ণ ভণই তরু পূণ ন উঅজই ॥ধ্রু॥
  বাঢ়ই সো তরু সুভাসুভ পাণী ।
  ছেবই বিদুজন গুরু পরিমাণী ॥ধ্রু॥
  জো তরু ছেব ভেবউ ণ জাণই ।
  সড়ি পড়িআঁ রে মূঢ় তা ভব মাণই ॥ধ্রু॥
  সুণ তরুবর গঅণ কুঠার ।
  ছেবহ সো তরু মূল ন ডাল ॥ধ্রু॥

১. পাত ফলাহা হবাহা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    পাতহ বাহা।
 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২. ছিজঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. উইজঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. বাটই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. ছেবই।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৬. ভেউ।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৭. সুন।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. তরু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :