কথা: চাটিল্লপাদানাম
গান: ১
বিষয়: চর্যাগীতি-৫

              রাগ-গুঞ্জরী
      
ভবণই গহণ গম্ভীর বেগেঁ বাহী

          দুআন্তে চিখিল মাঝেঁ ন থাহী ধ্রু
          ধামার্থে চাটিল সাঙ্কম গঢ়ই
          পারগামী লোঅ নীভর তরই ধ্রু
          ফাড়িঅ মোহতরু পাটী জোড়িঅ
          অদঅদিঢ়ি টাঙ্গি নিবাণে কোডিঅ ধ্র
          সাঙ্কমত চড়িলে দাহিণ বাম মা হোহি
          নিয়ড়ি বোহি দূর মা১০ জাহি১১ ধ্রু
          জই তুম্‌হে লোঅ হে হোইব পারগামী
          পুছহু১২ চাটিল অনুত্তর সামী ধ্রু
 

১. গটই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. নিভর। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. ফাডিডঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী
৪. পটি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
৫. আদঅদিট। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. টাঙ্গী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
           
 Buddist Mystic Song (Revised and Enlarged Edition : 1966)। মুহম্মদ শহীদুল্লাহ
৭.
কোহিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী
৮. হোহী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. নিয়ডডী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. ম। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. জাহী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. পুচ্ছিতু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :