জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
১৫
দেশকার । সুরফাঁকতাল
হৃদাসনে এসো হে, শুভদিনে,
মিলিয়ে সবে পূজিবে তোমারে, প্রভু॥
প্রেম-ফুলমালা হৃদয় ভরিয়ে, সাজিয়ে ডালি ঢালিব চরণে, প্রভু॥
বন্দনগাথা শুনাব আনন্দে, সকল কামনা জানাব তোমারে, প্রভু॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, পঞ্চম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
		
		২. 
		ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,  
		১ম খণ্ড হইতে প্রাপ্ত।
		 
		
		প্রাসঙ্গিক বিষয়: 
		
		
		 
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
		
		সঙ্গীত
		বিষয়ক তথ্যাবলী
		রাগ: 
		 দেশকার
তাল: সুরফাঁকতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
		
		পর্যায়: ব্রহ্মসঙ্গীত
		
		
		লয়: মধ্যলয় বা ঢিমা
গ্রহস্বর: সা