জোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
২৩
দেশমল্লার। ঝাঁপতাল
হরি, তোমা বিনে কেমনে এ ভবে জীবন ধরি!
সংসার-জলধি-মাঝে তুমি হে তরী॥
তব মুখ-পানে চাই, আঁধারে আলোক পাই,
নিমেষে হৃদয়-তাপ সব পাসরি।
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ২০ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]।
		
		প্রাসঙ্গিক বিষয়: 
		
		
		 
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
		
		সঙ্গীত
		বিষয়ক তথ্যাবলী
		রাগ: 
		দেশমল্লার
তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
		
		পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
		
		
		লয়: ঈষৎদ্রুত
গ্রহস্বর: ধা