জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের গান
১৪
রামকেলী। কাওয়ালী
প্রভু দয়াময়, কোথা হে দেখা দাও
বিপদ মাঝে বল কারে ডাকি আর,
তুমিই এক মম ভরসা।
প্রিয়জন একে একে কে কোথা চ'লে যায়,
একেলা ফেলি আঁধারে।
শূন্য হৃদয় মম পূর্ণ কর নাথ,
পূরাও এই আশা ॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, চতুর্দশ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
		
		প্রাসঙ্গিক বিষয়: 
		
		
		 
স্বরলিপিকার:
		
		সঙ্গীত
		বিষয়ক তথ্যাবলী
		রাগ: 
		রামকেলী
তাল: কাওয়ালী
		
		পর্যায়: ব্রহ্মসঙ্গীত
		
		গ্রহস্বর: 
		মা