| 
				 শ্রবণ নমুনা: নীলিমা সেন  | 
			
		
		জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
		
		
		                             
		৫
মিশ্র বিহাগ। ঝাঁপতাল
আজ আনন্দে প্রেম- চন্দ্রে নেহারো হৃদি-গগন-মাঝে
কর জীবন সফল॥
কর পান হৃদয় ভরি, পড়িছে ঝরি অমিয়া,
নূতন প্রাণে পাইবে নূতন বল॥
সেই সুধা লাগি, কত ঋষি যোগী,
বিষয়ে বিরাগী, রহে যোগাসনে অটল।
এ রস পাইলে স্বাদ, না থাকে অপর সাধ,
দূর হয় রে বিষাদ, উথলে প্রেম নিরমল॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১১তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]
		প্রাসঙ্গিক বিষয়: 
		
		 
		 
		
		সুরকার: 
		
		স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
 
		
		সঙ্গীত
		বিষয়ক তথ্যাবলী
		রাগ: মিশ্র বেহাগ
		
		তাল: 
		 
		 ঝাঁপতাল 
		পর্যায়: 
		ব্রহ্মসঙ্গীত
		
		লয়: 
		ঈষৎ দ্রুত
গ্রহস্বর: পা