৩.১
দেহালঙ্কার

দেহ হলো 'আমি'র নিজস্ব ঘর। এই ঘরের ভিতরে থাকে 'মন'। ভিতরের এই অংশ বিমূর্ত। ত্রিমাত্রিক জগতের বস্তুধর্মে দেহ দেখা যায়, তা হলো দৈহিক অবয়ব। মনজগতের রূপ-দর্শনের বিচারে দৈহিকরূপের একটি আদল থাকে। এই আদলে থাকে দৈহিক রূপের স্বাভাবিক সৌন্দর্য। দেহের এই স্বাভাবিক সৌন্দর্যকে বৃদ্ধির জন্য যে সকল উপকরণ ব্যবহৃত হয়, তার সবই অলঙ্কার। এই অলঙ্কার শুধু দেহকে ঘিরে। এর দুটি অবলম্বন আছে। এই অবলম্বন দুটো হলো দেহকাণ্ড ও বর্ধিত অংশ।