বিষয়: মোহিনী চৌধুরীর গান
গান সংখ্যা: ৪
       ভোলো ভোলো ব্যথা ভোলো।     
তব  বেদনা আঁধারে ঢাকা ছিল যে নভ
      রঙে রঙে রঙে রঙে রাঙা হ'লো॥

       জাগে আলো জাগে আশা
       প্রাণে জাগে ভালোবাসা
       রজনী ভোরে ভাঙ্গা বাঁশরীখানি
       সুরে সুরে সুরে সুরে ভরে’ তোলো॥

       দুখের স্বপনে বল কে কাঁদে মনে,
               সুখের দিনে সে কি স্মরণে থাকে,
       তবু হারানো দিনের স্মৃতি ভুলি কেমনে
       সে যে বারে বারে পিছু ডাকে।
       আঁখি কোণে যদি কোনো
       ব্যথা জাগে শোনো শোনো
       প্রাণের প্রণতি গানে মিনতি করে
       ভোলো ব্যথা, ব্যথা ভোলো
                            কথা বলো॥

তথ্যসূত্রঃ