দিন দুনিয়ার মালিক, তোমার দীনকে দয়া হয় না
এ দীনকে দয়া হয় না।
কাঁটার জ্বালা দাও তার যার ফুলের আঘাত সয় না॥
এই খেলাঘর ভাঙবে যদি কেনই-বা ঘর বাঁধলে
সব-হারাকে কাঁদাও যত নিজেও তত কাঁদলে।
(তাই) সব দিয়ে যার সব কেড়ে নাও
সে তো কথা কয় না॥
সব কথা যার ব্যথায় ভরা
কোন্ কথা সে বলবে?
সব পথই যার কাঁটায় ঘেরা
কোন্ পথে সে চলবে?
(তার) মনের বনে লাগে আগুন,
ফাগুন হাওয়া বয় না॥