অভিনয় নয় গো—
অভিনয় নয়।
এই হাসি এই গান, এই যে প্রণয়
অভিনয় নয় গো অভিনয় নয় ॥
ভুল বোঝো ক্ষতি নেই
ভুল ভাঙ্গে দু’দিনেই
ক্ষণিকেরে ভালো লাগা মনে জেগে রয়॥
নিতি মোর অভিসার নিতি ফুল সজ্জা
তাই বলে’ হে অতিথি মিছে কেন লজ্জা
বুকভরা মধু মোর
নিয়ে যাও হে ভ্রমর
জেনে যাও অজানার কিছু পরিচয়॥