অথাতঃ স্বরশাস্ত্রাণাং সর্ব্বং বৈদিকনিশ্চয়ম্।শব্দার্থ:
উচ্চনিচবিভাগাশ্চ স্বরমাত্রম্ চ প্রবর্ততে ১॥
প্রণম্য পরমানন্দমূর্ত্তি-সামবেদবিগ্রহম্।শব্দার্থ:
মুনিনা নারদেনৈব শিক্ষা ব্যাখ্যাতুমীষ্যতে ১॥
আর্চিকং গাথিকং চৈব সামিকং চ স্বরাত্তরম্।শব্দার্থ:
কৃতান্তে স্বরশাস্ত্রাণাং প্রয়োক্তব্যং বিশেষতঃ ২॥
একান্তরঃ স্বরো হ্যৃক্ষু গাথাসুদ্বন্তরঃ স্বরঃ।শব্দার্থ:
সামসুত্র্যন্তরং বিদ্যাদেতাবৎ স্বরতোহন্তরস্ ॥৩॥
ঋক্ সাময়জুরজ্ঞানি যে যজ্ঞেষু প্রযুঞ্জতে।শব্দার্থ:
অবিজ্ঞাতাদি শাস্ত্রাণাং তেষাং ভবতি বিস্বরঃ ॥৪॥
মন্ত্রো হীনঃ স্বরতো বর্ণতো বা মিথ্যা প্রযুক্তো ন তমর্থমাহ।শব্দার্থ:
স বাগ্বজ্রো যজমানং হিনস্তি যথেন্দ্র শত্রুঃ স্বরতোপরাধাৎ॥ ৫॥
১. ত্রুটির গুরুত্ব: শ্লোকটি জোর দিয়ে বলছে যে, একটি মন্ত্রের শক্তি বা কার্যকারিতা নির্ভর করে তার শুদ্ধ উচ্চারণের উপর। মন্ত্র যদি স্বর (উচ্চারণের উচ্চতা, যেমন উদাত্ত, অনুদাত্ত, স্বরিত) অথবা বর্ণ (অক্ষর বা শব্দ)-এর দিক থেকে সামান্যতম ত্রুটিপূর্ণ হয়, তবে তা তার আসল ফল বা অর্থ দিতে পারে না।শব্দার্থ:
২. বিপজ্জনক ফল: শুদ্ধ ফল না দেওয়ার পাশাপাশি, অশুদ্ধভাবে উচ্চারিত সেই মন্ত্র বাগ্বজ্র (বাক্যরূপ বজ্র) হয়ে যজ্ঞকারী বা যজমানের ক্ষতি করে, এমনকি তাঁকে বিনাশও করতে পারে। এটি মন্ত্রের ধ্বনি-শক্তির মারাত্মক দিকটি তুলে ধরে।
৩. ঐতিহাসিক উদাহরণ (ইন্দ্রশত্রু): এই বক্তব্যের প্রমাণ হিসেবে একটি বিখ্যাত পৌরাণিক ঘটনার উল্লেখ করা হয়েছে। ইন্দ্রের হাতে পুত্র নিহত হওয়ার পর, তাঁর পিতা ত্বষ্টা একটি যজ্ঞ করেন এবং একটি মন্ত্র উচ্চারণ করেন: "ইন্দ্রশত্রু বর্ধস্ব" (ইন্দ্রের শত্রু বৃদ্ধি হোক)। * ত্বষ্টা চেয়েছিলেন মন্ত্রটি এমন হোক: 'ইন্দ্রস্য শত্রুঃ' (যিনি ইন্দ্রের বিনাশক হবেন, অর্থাৎ বৃত্রাসুর)। এই ক্ষেত্রে, 'ইন্দ্রশত্রু' শব্দের প্রথম অক্ষরটি উদাত্ত (উঁচু স্বর) হওয়া উচিত ছিল। * কিন্তু ত্বষ্টা অসাবধানতাবশত ভুল স্বর (স্বরিত বা অনুদাত্ত) প্রয়োগ করেন, যার ফলে শব্দটির অর্থ দাঁড়ালো: 'ইন্দ্রঃ শত্রুঃ যস্য সঃ' (ইন্দ্র যার শত্রু)। * স্বরের এই সামান্য ভুলের কারণে সৃষ্ট বৃত্রাসুর শেষ পর্যন্ত ইন্দ্রের দ্বারাই নিহত হয়।প্রহীনঃ স্বরবর্ণাভ্যাং যোবিমস্ত্রঃ প্রযুক্ত্যে।
যজ্ঞেষু যজমানস্য রুষত্যায়ুঃ প্রজাং পশূন্॥৬॥
স্বররূপং ত্রিষু স্থানেষ্বভিব্যজ্যত ইত্যুচ্যতে।শব্দার্থ:
উরাঃ কণ্ঠঃ শিরশ্চৈব স্থানানি ত্রীণি বাঙ্ময়ে।
সবনান্যাহুরেতানি সাম বাণ্যর্থতোঽন্তরম্॥ ৭॥
শব্দার্থ:উরাঃ সপ্তবিচারং স্যাত্তথা কণ্ঠস্থশিরাঃ।
ন চ সপ্তেষ্বেষি ব্যক্তাস্তথা প্রাবচনোবিধিঃ॥ ৮॥
শব্দার্থ:কঠ কালাপ বৃত্তেষু তৈত্তিরীয়া হরকেষু চ।
ঋগ্বেদে সামবেদে চ বক্তব্যঃ প্রথমঃ স্বরঃ॥ ৯॥
ঋগ্বেদস্তু দ্বিতীয়েন তৃতীয়েন চ বৰ্ত্ততে।শব্দার্থ:
উচ্চ মধ্যম সংঘাত স্বরো ভবতি পার্থিবঃ॥ ১০॥
শব্দার্থ:তৃতীয়-প্রথম-ক্রুষ্টান্ কুৰ্বন্ত্যাহরকাঃ স্বরাণ।
দ্বিতীয়াঘাংস্তু মন্দান্তান্ তৈত্তিরীয়াশ্চতুরঃ স্বরাণ॥ ১১॥
প্রথমশ্চ দ্বিতীয়শ্চ তৃতীয়োঽথ চতুৰ্থকঃ।শব্দার্থ:
মন্ত্রঃ ক্রুষ্টো হ্যতিস্বারাঃ এতাং কুৰ্বন্তি সামগাঃ॥ ১২॥
দ্বিতীয় প্রথমাবৃতৌ তাণ্ডিমাল্লবিনাং স্বরৌ।শব্দার্থ:
তথা শাতপথাবৃতৌ স্বরৌ বাজসনেয়িনাম্॥ ১৩॥
এতে বিশেষবতঃ প্রোক্তাঃ স্বরা বৈ সাৰ্ব্ববৈদিকাঃ।শব্দার্থ:
ইত্যেতদচ্চরিতং সৰ্ব্বং স্বরাণাং সাৰ্ব্ববৈদিকমিতি॥ ১৪॥