অদর্শনের কৈফিয়ত

বর্ষা বাদল মেঘের রাতে ঘনিয়ে যেদিন আসে,
সেদিন আমার পাওনা দেখা নিবিড় নীলাকাশে।
যেদিন হঠাৎ আকাশ জুড়ে বিপুল আঁধার মাঝে
পুচ্ছ আমার উড়িয়ে দিনু অলক্ষুণে সাঁঝে,
সেদিন তো ভাই নামটি শুনে সবাই বুঝেছিলে,
চলতে নারে ঘড়ির মতো লক্ষ্ণীছাড়া ছেলে।
বিজ্‌লি-মায়া উল্কা-জ্বালা শোঁ শোঁ বাদল ঝড়
সাধ করে যে সেথায় আমার বেঁধেছি ভাই ঘর।
সুযোগ সেথায় সকল বেলা হবেই এমন নয়;
দুর্যোগ তার গেলেই আছে গোটা দুই চার ছয়!-
সবাই লাঠি, সবাই ঝাঁটা, সবাই মারে লাথি,
উড়িয়ে দিয়ে মুচকি হেসে ফুলিয়ে দাঁড়াই ছাতি।
কিন্তু যদি কোষ্টো মুখে তোমরা দিবে গালি
তোমরা, আমার জীবন-আলো দেও যদি হাততালি,
সুদিন দেখে ফুরতি দিয়ে দুর্দিনে মুখ ভার
করবে যদি মুখটি তব চাইব বলো কার?
জ্বলব নিতি জ্বলজ্বলিয়ে আকাশ আলো করে,
হয়তো দু'দিন মেঘের রাতে. নাইবা পেলে মোরে।
এই যে কসুর, অসুর যারা মাফ দেবে না ভাই,
তোমরা শুধু সদয় থেকো, কুছ পরোয়া নাই।