লাল সালাম

বাস্‌রে বাস
কোন্‌ উদাস
উঠল আজ
মোদের মাঝ।
আজ নূতন
  উদ্বোধন
বীণ্‌-পাণির
সুর-বাণীর
দুব্‌-ঘাসে
কোন্‌ হাসে?
পত্রে ফের
বয় বাতাস,
চায় আকাশ।
জারুল ফুল
পারুল ফুল
ফুটল রে
আসল কে?
এই মাঠে
এই নাটে
কোন্ পরী
পাঁচ-নোরি
বাজিয়ে যায়
চমকে চায়?
আজ মোদের
মুখ-চোখের
ভাব হাসি
নেয় আসি
এ অথির
ভোর-সমীর।
আজ কাঁঠাল
তরল ডাল।

- বাহবা কি
সব পাখি
গাচ্ছে গীত
ভাব-মোহিত।

বুলবুলি
বিল্‌কুলি
সুর-মগন
কার বিয়ের?
কার ঝিয়ের?
সোনার ফুল
তাই আকুল
ঐ তো বোন
হল্‌দে কোণ
তার শাড়ি
যায় নাড়ি।
তার চোখের
অশ্রু ঢের
মন-পাতায়
টল্‌মলায়।

শোনরে শোন্
আজকে কোন্‌
মন-মোহন
এই মিলন।
আজকে কোন্‌
সাবাস জন
লুটবে তার
পুরস্কার-
গুণ আদর
আর কদর।
সাবাস ভাই
এই তো চাই,
হর বছর
এম্‌নি জোর
নেবই সই
কাপড় বই।

বাহবা রে
আজ কারে
মিলন বই
বলল সই!
লক্ষ্মী ভাই
হওয়াই চাই,
নইলে ছাই
মিলবে নাই;
গুরুজনে
সদা মনে
ভক্তি চাই,
নইলে ভাই
সুখ সে নাই
কোনোই ঠাই।
এই সভায়
আজ সবায়
কর প্রণাম
লাল সালাম।
বাহবা কি
আজ খুশি!
এম্‌‌নি জোর
সব বছর
চাই হাসি
আর খুশি
আজকে তবে বিদায় ভাই
লক্ষ্মী মেয়ে হও সবাই।