আকাশবাণী
কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গীতিনাট্য।

আকাশবাণী কলকাতার ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলাম একটি 'আকাশবাণী' নামক একটি 'গীতি-আলেখ্য' রচনা করেন। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৬শে আগষ্ট (মঙ্গলবার ১০ ভাদ্র ১৩৪৭), এই গীতি-আলেখ্যটি কলকাতা বেতার-কেন্দ্র (কলকাতা খ) থেকে প্রচারিত হয়েছিল। প্রচার সময় ছিল সন্ধ্যা ৭:৪৫ থেকে ৮.২৯ মিনিট পর্যন্ত। অনুষ্ঠানটি নজরুলের তত্ত্ববধানে উপস্থাপিত হয়েছিল। সহযোগিতায় ছিল যন্ত্রীসংঘ। ধারাবিবরণীতে ছিলেন অনিল দাস। গান গেয়েছিলেন- চিত্তরঞ্জন রায়, কুসুম গোস্বামী এবং শৈলদেবী।
       সূত্র:

বেতার জগৎ। ১১শ বর্ষ ১৬শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৮৪
[
The Indian-listener 1940, Vol V, No 16. page 1253]

এই গীতি-আলেখ্যের গানগুলোর প্রকাশিত হয়েছিল- বেতার জগৎ পত্রিকা ১১শ বর্ষ ১৭শ সংখ্যার ১৯-২০ পৃষ্ঠায়। শিরোনাম ছিল 'আকাশ-বাণীর গান' । [নমুনা]

জন্য তিনি মোট ৬টি গান রচনা করেছিলেন।

  1. কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে ওম্ [তথ্য]
  2. তোমার কথার পারাবতগুলি [তথ্য]
  3. আকাশে আজ ছড়িয়ে দিলাম  [তথ্য]
  4. তোমার বিনা-তারের গীতি [তথ্য]
  5. বাঁশি তার কোথায় বাজে [তথ্য]
  6. ফিরে এলো সেই কৃষ্ণাষ্টমী তিথি [তথ্য]
এর পুনঃপ্রচার
কলকাতা-ক। তৃতীয় অধিবেরশন।
১৯৪২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি (শনিবার ৯ ফাল্গুন ১৩৪৮)। প্রচার সময়: রাত ৭.৩০-৮.০৯।
সম্প্রচারিত অনুষ্ঠান: আকাশবাণী (গীতি-আলেখ্য)
ধারা বর্ণনা: অনিল দাস
শিল্পী: এলা ঘোষ, শৈল দেবী, চিত্তরঞ্জন রায়
কলকাতার খ। তৃতীয় অধিবেশন। প্রচারের সময় সন্ধ্যা ৭.৪৫ থেকে ৮.৩০।
 

সূত্র: সূত্র: [The Indian-listener 1942, Vol VII, No 4. page 55]