দোলন-চাঁপা
কাজীনজরুল ইসলাম
 

পউষ
পউষ এলো গো!
         পউষ এলো অশ্রু-পাথার হিম-পারাবার পারায়ে
ঐ যে এলো গো

        কুজ্ঝটিকার ঘোম্‌টা-পরা দিগন্তরে দাঁড়ায়ে


        সে এল আর পাতায় পাতায় হায়
        বিদায়-ব্যথা যায় গো কেঁদে যায়,
        অস্ত-বধূ (আ-হা) মলিন চোখে চায়
        পথ-চাওয়া দীপ সন্ধ্যা-তারায় হারায়ে


পউষ এলো গো

        এক বছরের শ্রান্তি পথের, কালের আয়ু-ক্ষয়,
        পাকা ধানের বিদায়-ঋতু, নতুন আসার ভয়।
পউষ এলো গো! পউষ এলো

         শুক্‌নো নিশাস, কাঁদন-ভারাতুর
         বিদায়-ক্ষণের (আ-হা) ভাঙা গলার সুর

         'ওঠে পথিক! যাবে অনেক দূর
         কালো চোখের কর”ণ চাওয়া ছাড়ায়ে
'॥


রচনা ও প্রকাশকাল: নজরুল ডিসেম্বর মাসে নজরুল প্রেসিডেন্সি জেলে থাকাকালে গানটি রচনা করেছিলেন।
১. প্রবাসী [মাঘ ১৩২৯। শিরোনাম: 'পউষ'। পৃষ্ঠা ৫৩০]
২. দোলন-চাঁপা প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ। আগষ্ট ১৯২৪]
৩. নজরুল গীতিকা প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ]