দোলন-চাঁপা
কাজী নজরুল ইসলাম

[সে যে চাতকই জানে]
সে যে চাতকই জানে তার মেঘ এত কি,
যাচে  ঘন ঘন বরিষণ কেন কেতকী!
চাঁদে  চকোরই চেনে আর চেনে কুমুদী,
জানে প্রাণ কেন প্রিয়ে প্রিয়-তম চুমু দি!


রচনা ও প্রকাশকাল:
কবিতাটি প্রথম দোলন-চাঁপা গ্রন্থে স্থান পেয়েছিল।