দুর্দিনের যাত্রী

কাজী নজরুল ইসলামের রচিত তৃতীয় প্রবন্ধ গ্রন্থ। নজরুলের সম্পাদনায় প্রকাশিত 'ধূমকেতু' পত্রিকায় যে সকল প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তারই অধিকাংশ প্রবন্ধ নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯২৬ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে । গ্রন্থটির প্রকাশক ছিলেন নজরুল ইসলাম। প্রিন্টার: অমূল্যচন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য প্রিন্টিং ওয়ার্কস, ৪ বৃন্দাবন পাল বাই লেন, কলকাতা। পৃষ্ঠা সংখ্যা ৫৪। মূল্য ছয় আনা। পুস্তকটিতে প্রকাশকালের উল্লেখ ছিল না। এই গ্রন্থের প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলো ছিলো-

এই গ্রন্থে অন্তর্ভুক্ত রচনাগুলো হলো-

  1. আমরা লক্ষ্মীছাড়ার দল
  2. আমি সৈনিক
  3. তুবড়ি বাঁশির ডাক
  4. পথিক! তুমি পথ হারাইয়াছ?
  5. মেয়্ ভুখা হুঁ
  6. মোরা সবাই স্বাধীন মোরা সবাই স্বাধীন মোরা সবাই রাজা
  7. স্বাগত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও বীরেন্দ্র শাসমলের কারামুক্তি উপলক্ষে রচিত।