ফণিমনসা
কাজী নজরুল ইসলাম


                                জাগর-তূর্য
            [শেলির-ভাব-অবলম্বনে]
ওরে ও শ্রমিক, সব মহিমার উত্তর-অধিকারী!
অলিখিত যত গল্প-কাহিন তোরা যে নায়ক তারই॥

            শক্তিময়ী সে এক জনন
            স্নেহ-সুত সব তোরা যে রে বীর,
পরস্পরের আশা যে রে তোরা, মার সন্তাপ-হারী॥

            নিদ্রোত্থিত কেশরীর মতো
            ওঠ ঘুম ছাড়ি নব জাগ্রত!
আয় রে অজেয় আয় অগণিত দলে দলে মরুচারী॥

            ঘুমঘোরে ওরে যত শৃঙ্খল
            দেহ মন বেঁধে করেছে বিকল,
ঝেড়ে ফেল সব, সমীরে যেমন ঝরায় শিশির বারি।
উহারা কজন? তোরা অগণন সকল শক্তি-ধারী॥

কলিকাতা,
১ বৈশাখ, ১৩৩৪
 
  • ফণি-মনসা প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭)] কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই গ্রন্থে কবিতাটির রচনার স্থান ও কাল উল্লেখ আছে- কলিকাতা/১ ৈশাখ ১৩৩৪।