নির্ঝর
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম


        মানিনী বধূর প্রতি
মুক করে মুখর মুখে লুকিয়ে রেখো না,
ওগো কুঁড়ি, ফোটার আগেই শুকিয়ে থেকো না!
মলিন নয়ান ফুলে বয়ান মলিএ-দিনে?
রাখতে পারে কোন সে কাফের আশেক বেদীনে?
রুচির-চারু পারুল বনে কাঁছে একা জুই,
বনের মনের বেদনা কোথায় বল থুই?
হাসির-রাশির একটি ফোঁটা অশ্রু অকরুণ,
হাজার তারার মাঝে যেন একটি কেঁদে খুন!
বেহেশতে কে. আনলে এমন “আবছা বেথার রেশ !
হিমের শিশির ছুঁয়ে গেছে হুর পরিদের দেশ !
বরষ পরের দরনের কই সে হরষণ,
মিলবে না কি শিথিল তোমার বাহুর পরশন?
শরম টুটে ফুটুক কলি শিশির-পরশে
ঘোমটা ঠেলে কৃষা ফেলে সলাজ হরষে!