ব্রজবিহারী বর্মণ-কে
কৃষ্ণনগর
২০-১২-২৬

স্নেহের ব্রজ!
    আজও আমি শয্যাগত। বড়ো যন্ত্রণা পাচ্ছি রোগের ও অন্যান্য চিন্তার জ্বালায়। চিন্তার মধ্যে অর্থ-চিন্তাটাই সবচেয়ে বড়ো। কী করে যে দিন যাচ্ছে আল্লাহ্ জানেন। তোমার প্রেরিত পনেরো টাকা পেয়েছি। পঁচিশ টাকা চেয়েছিলুম। অবশ্য, তোরাও বিপদ-আপদের কথা শুনলাম। আরও যদি পাঠাতে পার আমার এই দুর্দিনে, বড়ো উপকৃত হব। তুমি ছোটো ভাইয়ের মতো, তোমাকে বেশি কী লিখব। তোমার অন্যান্য খবর দিয়ো।’’সর্বহারা’কাটছে কেমন?

তোমার
‘কাজীদা’