পূবের হওয়া
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম


            সোহাগ

গুলশান কো চুম চুম কহ্‌তি বুলবুল
রুখসারা সে বেদরদী বোর্‌খা খুল খুল॥
        হাঁসতি হায় বোস্তাঁ
        মস্ত্ হো যা দোস্তাঁ
শিরি শিরাজি সে হো যা বেহোঁশ জাঁ
        সব কুছ আজ রঙ্গীন হ্যায় সব কুছ মশগুল,
        হাঁসতি হায় গুল হো কর দোজখ্ বিল্‌কুল্‌
হারে আশক
        মাশুক কি চমনোঁ মে ফুলতা নেই দোবারা
                                ফুল, ফুল ফুল ফুল॥

 ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন মাসে (অক্টোবর ১৯২৫) গানটি 'পূবের হাওয়া'-তে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল।