সরলা
নজরুলের রচিত রেকর্ডে প্রকাশঠিত শ্রুতি নাটক। নাটকটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।

১৯৩৬ খ্রিষ্টাব্দের  সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত ৭টি রেকর্ডে এই নাটকটি প্রকাশিত হয়েছিল। বিদ্যাপতি প্রকাশিত হয়েছিল। রেকর্ড নম্বর ছিল এন ৯৭৬৬ থেকে ৯৭৭২। এর পাণ্ডুলিপিতে ২১টি গান আছে। এর ভিতরে নজরুলের রচিত গান ৪টি। অবশিষ্ট গানগুলো ছিল বিদ্যাপতির রচিত। 

পাণ্ডুলিপিতে 'জয়-জগৎ-জননী,ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর' গানটি ছিল। কিন্তু রেকর্ডে এই গানটি বাদ দেওয়া হয়েছিল এবং নতুন গান 'হে নিঠুর ! তোমাতে নাই আশার আলো' যুক্ত করা হয়েছিল। ফলে পাণ্ডুলিপি ও রেকর্ড মিলিয়ে নতুন গান পাওয়া যায় ৪টি। রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছিল। ৩টি গান।

  • আমার শ্যামা মায়ের কোলে চ'ড়ে  [তথ্য]
    এন ৯৭৬৬। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে। সুর: কৃষ্ণচন্দ্র দে। উল্লেখ্য রেকর্ডে কৃষ্ণচন্দ্র দে রেকর্ডে শুধু স্থায়ীটুকু গেয়েছিলেন।
  • মা! আমার মনে আমার বনে [তথ্য]
    এন ৯৭৬৬। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।
  • হে নিঠুর ! তোমাতে নাই আশার আলো [তথ্য]
    এন ৯৭৭১। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।
  • জয়-জগৎ-জননী,ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর [তথ্য]
    পাণ্ডুলিপিতে ছিল। রেকর্ডে গৃহীত হয় নি।