শ্রীমন্ত
বেতার নাটক

১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি নজরুলের রচিত শ্রীমন্তী নাটক প্রকাশ করেছিল। লোকগাঁথা ভিত্তিক এ নাটকের নায়িকা দীপালীকে সৃষ্টি করা হয়েছে ফুলের সৌন্দর্য আর হৃদয়বতি হিসেবে। সিংহল কন্যা দীপালি শেষ পর্যন্ত ধনপতি সওদাগরের পুত্রবধূ হয়ে আসে সজল শ্যামল বাংলাদেশে।

ছয় খণ্ডের এই নাটকটি ৩টি রেকর্ডে প্রকাশিত হয়েছিল। রেকর্ড নম্বরগুলো ছিল- এন ৭৪২৪ থেকে ৭৪২৬। এই নাটকে ৪টি গান ব্যবহৃত হয়েছিল। এই রেকর্ড নাটকে গান গেয়েছিলেন- হরিমতী ও রঞ্জিত রায়।

এই গানগুলো হলো-
সূত্র: