সর্বহারা
কাজী নজরুল ইসলাম


          শ্রমিকের গান
 

   ওরে     ধ্বংস-পথের যাত্রী-দল!
    ‌          ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল।
আমরা     হাতের সুখে গড়েছি ভাই,
                    পায়ের সুখে ভাঙব চল্
                    ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

ও ভাই    আমাদেরি শক্তি-বলে,
             পাহাড় টলে তুষার গ'লে
             মরুভূমে সোনার ফসল ফলে রে!
মোরা     সিন্ধু ম'থে এনে সুধা
                    পাই না ক্ষুধায় বিন্দু জল
                     ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

ও ভাই   আমরা কলির কলের কুলি,
            কলুর বলদ চক্ষে-ঠুলি
            হীরা পেয়ে রাজ-শিরে দিই তুলি রে!
আজ      মানব-কুলের কালি মেখে
                    আমরা কালো কুলির দল
                    ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

আমরা   পাতাল ফেড়ে খুঁড়ে' খনি
            আনি ফণির মাথার মণি,
            তাই পেয়ে সব শনি হ'ল ধনী রে!

এবার     ফণী-মনসার নাগ-নাগিনী
                    আয় রে গর্জে মার্‌ ছোবল
                    ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

যত        শ্রমিক শুষে নিঙ্‌ড়ে প্রজা,
            রাজা উজির মারছে মজা,
            আমরা মরি ব'য়ে তাদের বোঝা রে!
এবার    জুজুর দল ঐ হজুরে দলে
                        দল্‌বি রে আয় মজুর দল
                        ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

ও ভাই   মোদের বলে হতেছে পার,
            হপ্তা রোজে সপ্ত পাথার
            সাঁতার কেটে জাহাজ কাতার কাহার্‌ রে!
তবু       মোরাই জনম চলছি ঠেলে
            ক্লেশ-পাথরের সাঁতার-জল
            ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

আজ     'মাসের পথ ছ' দিনে যায়,
           কামান-গোলা রাজার সিপাই
           মোদের শ্রমে মোদেরি সে-কৃপায় রে!
ও ভাই   মোদের পুণ্যে শূন্যে ওড়ে
            ঐ ভুঁড়োদের উড়োকল!
            ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

ও ভাই   দালান-বাড়ি আমরা গ'ড়ে
            রইনু জনম ধূলায় প'ড়ে,
            বেড়ায় ধনী মোদের ঘাড়ে চ'ড়ে রে!
আমরা   চিনির বলদ, চিনি নে স্বাদ
            চিনি বওয়াই সার কেবল
            ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

ও ভাই     আমরা মায়ের ময়লা ছেলে
              কয়লা খনির বয়লা ঠেলে
              যে অগ্নি দিই দিগ্বিদিকে জ্বেলে রে!
এবার      জ্বালবে জগৎ কয়লা-কাঁটা
              ময়লা কুলির সেই অনল
              ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

ও ভাই    আমাদের কাজ হলে বাসি
             আমরা মুটে, কল্‌-খালাসী!
             ডুবলে তরী মোরাই তুলতে আসি রে!
আমরা    বলির মতন দান করে সব
            পেলাম শেষে পাতার-তল
            ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

মোদের    যা ছিল সব দিইছি ফুঁকে,
              এইবারে শেষ কপাল ঠুকে
              পড়ব রুখে অত্যাচারীর বুকে রে!
বার     নূতন ক'রে মল্লভূমে
             গর্জাবে ভাই দল-মাদল
             ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

        শয়তানী চোখ কলের বাতি
            নিবিয়ে আয় রে ধ্বংস-সাথী!
            ধর্‌ হাতিয়ার, সামনে প্রলয়-রাতি রে!
    আয়  আলোক-স্নানের যাত্রীরা আয়
            আঁধার নায়ে চড়বি চল্‌
            ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল॥

কৃষ্ণনগর
২০শে মাঘ, ১৩৩২