বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আজি নাচে নটরাজ এ কী ছন্দে ছন্দে
আজি নাচে নটরাজ এ কী ছন্দে ছন্দে।
কী জানি কী সুখাভাসে
মৃদু মৃদু মধু হাসে
কে জানে মাতিল কোন আনন্দে॥
ধুতুরা খুলিয়া ফেলি’
পড়েছে চম্পা বেলি
অপরূপ রূপ হেরি সবে বন্দে॥
সুরধুনী গঙ্গে তরল তরঙ্গে,
ছন্দে তুলিল ধ্বনি তরঙ্গ রঙ্গে।
উমারে লইয়া বুকে
মহাকাল দোলে সুখে
রবি শশী গ্রহতারা অভিবন্দে॥
- ভাবসন্ধান: গানটিতে পৌরাণিক কাহিনির সূত্রে- নটরাজরূপী শিবের মহিমা উপস্থাপিত হয়েছে।
কবি তাঁর কল্প-ভাবনায় অনুভব করেছেন- জগৎব্যাপী নটরাজের নৃত্যের সুখময়
আনন্দ-মহিমা। নৃত্যানন্দে শিব যেন তাঁর প্রিয় ধুতুরা ফুলের মালা ফেলে দিয়ে
চম্পা-বেলির মালা ধারণ করেছেন। তার এই নবরূপ দর্শনে সবাই আনন্দ চিত্তে তাঁর
বন্দনা করছে।
তাঁর নৃত্যের ছন্দে স্বর্গ-গঙ্গায় উঠে জলতরঙ্গ, ওঠে তারই সহভাগী ধ্বনিতরঙ্গ।
উমাকে (আদ্যশক্তি দুর্গা) বুকে নিয়ে শিব হয়ে ওঠেন অর্ধ-নারীশ্বর। তাঁর
নৃত্যানন্দের ছন্দে দোলে মহাকাল, তাঁকে বন্দনা করে মহাকাশের রবি শশী গ্রহতারা।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১০৪৬]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন অষ্টম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
দ্বিতীয় মুদ্রণ। ফাল্গুন্ঠ ১৪২২, ফেব্রুয়ারি
২০১৮। অগ্রন্থিত গান। গান সংখ্য ৮২। পৃষ্ঠা ১২১। সূত্র: বিমলভূষণ]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্তসঙ্গীত। শিব বন্দনা