বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমায় আঘাত যত হান্বি শ্যামা ডাকব তত তোরে
আমায় আঘাত যত হান্বি শ্যামা ডাকব তত তোরে।
মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥
ওমা চারধারে মোর দুখের পাথার
তুই পরখ্ কত করবি মা আর,
আমি জানি তবু পার হ'ব মা চরণতরী ধ'রে॥
আমি ছাড়বো না তোর নামের ধেয়ান বিশ্বভুবন পেলে,
আমায় দুঃখ দিয়ে নাম ভুলাবি, নই মা তেমন ছেলে।
আমায় দুঃখ দেওয়ার
ছলে
তুই স্মরণ করিস পলে পলে,
আমি সেই আনন্দে দুখের অসীম-সাগর যাব ত'রে॥
- ভাবসন্ধান: মায়ের ভয়ে শিশু যেমন মায়ের কোলেই লুকায়, তেমনি মাতৃরূপিণী
কালী তাঁকে যতই আঘাত হানুক, সাধক কবি কালীর কাছেই নামজপের মাধ্যমে আশ্রয় প্রার্থনা
করবেন। কবির চারপাশের সাগরসম দুঃখ, তিনি মনে করেন এসব তাঁকে পরীক্ষা করার জন্য
কালীই দিয়েছেন। কবি এও জানেন যে এই দুঃখ-সাগর পারের একমাত্র তরী হলো- কালীর অভয় চরণ।
তাই তিনি সারা বিশ্বভুবনের বিনিময়েও কালীর নামের ধ্যান ছাড়বেন না। দেবী তাঁকে দুঃখ
দিয়ে তাঁর নাম-জপ থেকে বিরত রাখবেন, মায়ের তেমন সন্তান তিনি নন। তিনি মনে করেন,
অবিরত দুঃখ দেওয়ার ছলে দেবী তাঁকে সর্বক্ষণ স্মরণ করেন। আর সেই আনন্দে, দেবীর দেওয়া
অসীম দুঃখ-সাগর পার হয়ে যেতে পারবেন- এমনটাই বিশ্বাস করেন তিনি।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না।
প্রবর্তক পত্রিকার বৈশাখ ১৩৪২ (এপ্রিল-মে
১৯৩৫) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর
১১ মাস।
- পত্রিকা:
প্রবর্তক। বৈশাখ ১৩৪২
(এপ্রিল-মে
১৯৩৫)।
- রেকর্ড:
টুইন। নভেম্বর ১৯৩৯ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৬)। এফটি ১৩০৬৩। মতিলাল দত্ত।
এর জুড়ি গান: অনেক মানিক আছে শ্যামা [তথ্য]
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০৬৭।
পৃষ্ঠা: ৩২৬]
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ১৩৯।
for Mati lall Dutt (HMV)
ভজন। পৃষ্ঠা ১৬৬]
পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন
হিন্দুধর্ম। ডাক্ত। শ্যামাসঙ্গীত। প্রার্থনা