বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আমায় যারা ঘিরে আছে আমার মুখে চেয়ে
আমায় যারা ঘিরে আছে আমার মুখে চেয়ে।
তারা আমার নহে হে নাথ, (তারা) তোমার ছেলে
মেয়ে॥
ওদের তুমি রেখো
সুখে
ধ’রে তোমার আপন
বুকে
বাঁচুক ওরা তোমার আশির্বাদের প্রসাদ পেয়ে॥
আমায় দিও দুর্ভাবনার বোঝা যত আছে
(নাথ) থাকুক পরম নির্ভরতায় ওরা আমার কাছে।
শুধু তোমার ভরসাতে নাথ
আমি ওদের ধরেছি হাত,
তোমার স্নেহ মায়ের মত থাকুক ওদের ছেয়ে॥
- ভাবসন্ধান: পার্থিব জগতে কবির মুখাপেক্ষী হয়ে তাঁকে যারা ঘিরে রয়েছে,
তিনি তাদের ত্রাণকর্তা নন। কবি মনে করেন, তারা মূলত পরমসত্তার সন্তান। তাই পরমসত্তার কাছে তাই
কবির একান্ত প্রার্থনা, যেন তিনিই তাদের পরমাদরে বুকে ধরে রাখেন। তাঁর
আশীর্বাদেই যেন তাদের পরম সুখে জীবন অতিবাহিত হয়।
কবি তাঁর আশ্রিতজনদের সুখের অংশভাগী হতে চান না, বরং তাদের দুর্ভাবনার বোঝা
কাঁধে নিয়ে চলতে চান। পরমাত্তার পরম নির্ভরতার করুণা লাভ করুন- তিনি এমন
আশীর্বাদ প্রত্যাশা করেন। তাই পরমাত্তার ভরসাতে তিনি সংসারের সবার হাত ধরেছেন।
শুধু তিনি চান সংসারে তাঁর আশ্রিত জনের উপর মায়ের স্নেহের মতো প্রভুর করুণা
সর্বসময় আবরিত করে রাখুক।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা
যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি
২০১২। গান সংখ্যা ১০৬৯]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সাধারণ। পরমসত্তা। প্রার্থনা