বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আমায় রাখিস্‌নে আর ধ'রে
আমায় রাখিস্‌নে আর ধ'রে।
পারের ঠাকুর (ওরে) ডাক দিয়েছে
এই পারেরই অন্ধকারে মন যে কেমন করে॥
        আয়ু-রবির অস্ত-পথে
        এলো এলো ঠাকুর কনক-রথে,
গোধূলি-রঙ হাসিটি তার ঝরছে চোখের 'পরে॥
        চোখ দু’টি মোর ভরে' জলে
        বল্‌ব ঠাকুর নাও গো কোলে,
রইতে নারি (আমি তোমায় ছেড়ে) রইতে নারি।
আমার এ প্রাণ (পূজার ফুলের মত)
            (তোমার) পায়ে পড়ুক ঝ'রে॥