বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম :
আমাদের ভালো কর, হে ভগবান
আমাদের ভালো কর, হে ভগবান,
সকলের ভালো কর, হে ভগবান॥
আমাদের সব লোকে বাসিবে ভালো
আমরাও সকলেরে বাসিব ভালো,
রবে না হিংসা-দ্বেষ, দেহ ও মনের ক্লেশ
মাটির পৃথিবী হবে স্বর্গ সমান
─ হে ভগবান॥
জ্ঞানের আলোক দাও, হে ভগবান!
বিপুল শক্তি দাও, হে ভগবান।
তোমারি দেওয়া জ্ঞানে চিনিব তোমায়
তোমার শক্তি হবে কর্মে সহায়,
ধর্ম যদি সাথি হয়, রবেনাক দুখ-ভয়
বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ
─ হে ভগবান॥
- ভাবসন্ধান: এই গানে কবি সর্বকল্যাণময় পরমসত্তারূপী ভগবানের কাছে
কল্যাণ প্রার্থনা করেছন। একই সাথে একে অপরের প্রতি ভালোবাসার প্রত্যয় ব্যক্ত
করেছেন। কবি মনে করেন পারস্পরিক এই ভালোবাসার সূত্রে হিংসা-দ্বেষ, দেহ ও মনের ক্লেশের
অবসান হবে এবং মাটির পৃথিবী হয়ে উঠবে স্বর্গতূল্য।
তিনি ভগবানের কাছে জ্ঞানের আলো এবং তা ধারণ করার বিপুল শক্তি প্রার্থনা করেছেন।
যেন কবি তাঁরই দেওয়া জ্ঞানালোক দিয়ে তাঁকেই চিনতে পারবেন। যেন জীবনের চলার পথে
তাঁর দেওয়া শক্তি-সামর্থ্যই হবে সকল কর্মের সহায়। আর সর্বকল্যাণের এই ধর্ম যদি
কর্মের সাথী হয়, তাহলে কোনো দুঃখ-ভয় থাকবে না। এরপরেও যদি কোনো বিপদ আসে,
তাহলে পরমত্রাতা হিসেবে তিনি যেন সবাইকে রক্ষা করেন- এটাই কবির শেষ প্রার্থনা।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা
যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১০৭১ ]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। সাধারণ। প্রার্থনা