বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আমি কালী নামের ফুলের ডালি এনেছি গো মাথায় ক’রে
আমি কালী নামের ফুলের ডালি এনেছি গো মাথায় ক’রে।
দুখের সাগর পার হয়ে যায় এ ফুল যে বুকে ধ’রে॥
(এই) প্রসাদী ফুল দিবস-যামী
ফিরি ক’রে ফিরি আমি,
(এই) ফুল নিলে তার ভুলের আড়াল চিরতরে যায় গো স’রে॥
- ভাবসন্ধান: এই গানের সাধক কবি, মাতৃরূপিণী কালীর মহিমা প্রচারের
জন্য পথে নেমেছেন ফেরিওয়ালার মতো। তাঁর মাথার ডালিতে রয়েছে কালী নামের
মহিমান্বিত পুষ্পরাশি। তিনি ডেকে বলছেন- এই ফুল যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারেন,
তবে এই নামের গুণেই দুঃখী তাঁর দুঃখের সাগর পার হতে পারেবন। জগৎ-সংসারের সকল
ভ্রান্তির অবসান হবে তাঁর। বিবাদ ঘুঁচে যাবে ঠিক-বেঠিক, সত্য-মিথ্যা বিচারের
দ্বন্দ্ব। জগৎ হয়ে উঠবে চির-আনন্দের, চির সৌভাগ্যের।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়
না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ১০৯৭ সংখ্যক গান।
- পর্যায়;
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্তি। কালী। বন্দনা