বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঐ কাজল-কালো চোখ

রাগ: বেহাগ-খাম্বাজ, তাল: দাদরা

                  ঐ কাজল-কালো চোখ।
আদি কবির আদি রসের যেন দু'টি শ্লোক॥
          দু'টি কুসুম আছে ফু'টে
          পুষ্প-লতার পত্র-পুটে,
সেই আলোকে রেঙে উঠে ─ বনের গহন লোক॥
রূপের সাগর সাঁত্‌রে বেড়ায় পান কৌড়ি পাখি
                  ঐ কাজল-কালো আঁখি,
মদির আঁখির নীল পেয়ালায় শরাব বিলাও নাকি,
                  ওগো কাগল-কালো আঁখি।
          তোমার দু'টি আঁখি-তারা
          তারার মত তন্দ্রাহারা,
আমার মুখে চেয়ে চেয়ে অশ্রু-সজল হোক॥

১. হাসিতে

বুলবুল পত্রিকায় [বৈশাখ-আষাঢ় ১৩৪১ (এপ্রিল-জুলাই ১৯৩৪) প্রকাশিত গানটির আস্থায়ী ছিল-
        চিকন কালো ভুরুর তলে কাজল-কালো চোখ।
        আদি কবির আদি-রসের যেন দুটি শ্লোক॥