বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি
কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি!
আমি জানি প্রভু তুমি যে আমার চির-জনমের পতি॥
কেহ বলে তুমি চিরদিন দূরে রহ
কেহ বলে, আছে অন্তরে অহরহ,
যার যাহা সাধ ডাকে সেই নামে (প্রভু) তোমার নাহিক ক্ষতি॥
অন্ধ দেখে না
চন্দ্র-সূর্য তবু জানে আলো আছে,
(আমি) দেখিনি, তবুও তোমার প্রকাশ সহজ-আমার কাছে।
রূপ কি অরূপ কাহারেও নাহি দুষি,
নাই দেখি ফুল সুরভি পেয়েই খুশি,
(আমি) অঞ্জলি ভরি' অমৃত চাই, পাত্রে নাহিক মতি
॥
- ভাবসন্ধান: এই গানে পরমসত্তার বহুমাত্রিক রূপের মহিমাকে উপস্থাপন করা
হয়েছে। ব্যক্তি বিশেষের অনুধাবনে পরমসত্তা নানা রূপে প্রকাশিত। কেউ তাঁকে পরম
সুন্দর নামে অভিহিত করেন, কারো কাছে তিনি পরমজ্যোতির্ময়। কিন্তু কবির কাছে তিনি
চিরজীবনের অধিপতি।
তাঁকে কেউ অধরা রূপে দেখেন, কেউ বলেন তিনি পরমাত্মারূপে সর্বদা বিরাজ করেন
ভক্তের অন্তরে। তাঁকে নানা জন নানা নামে ডাকেন, তাতে পরমসত্তার ক্ষতিবৃদ্ধি ঘটে
না। তিনি সতত নামের ঊর্ধে বিরাজমান একটি অবিকার সত্তা।
চন্দ্র-সূর্য জ্যোতির্ময়, অন্ধ তা না দেখেও জানেন। কবি তেমনি পরমসত্তাকে না
দেখেও তাঁর অস্তিত্ব সম্পর্কে জানেন। তিনি মুর্ত কি বিমূর্ত এ নিয়ে কবির কোনো
অভিযোগ নেই। ফুল না দেখেও ফুলের গন্ধে কবি যেন আমোদিত হন, তেমনি পরমসত্তাকে না
দেখে, তাঁর মহিমার সৌরভে উদ্বেলিত হয়ে ওঠেন। কবি পরমসত্তার পরম অমৃত মহিমা চান,
তাঁর রূপের আধার দর্শনের আকাঙ্ক্ষা নেই।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি প্রথম গানটির একটি রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১২২৩ তাল:
কাহারবা। পৃষ্ঠা ৩৭২]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬।
নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৯০-৯২
[নমুনা]
রেকর্ড: এইচএমভি মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)] এন ১৭৪৩৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।
সুরকার: নজরুল ইসলাম
স্বরলিপিকার ও স্বরলিপি:
-
ইদ্রিস আলী। ১৯৪০ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মৃণালকান্তি ঘোষ] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপ
ঊনপঞ্চাশতম খণ্ডে
অন্তর্ভুক্ত হয়েছে।
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সাধারণ। পরমসত্তা। ভক্তি
- সুরাঙ্গ: ভজন