বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গোঠের রাখাল, বলে দে রে
গোঠের রাখাল, বলে দে রে কোথায়
বৃন্দাবন।
(যথা) রাখাল-রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ॥
(যথা) দিনে রাতে মিলন-রাসে
চাঁদ হাসে রে চাঁদের পাশে,
(যা'র) পথের ধূলায় ছড়িয়ে আছে শ্রীহরি-চন্দন॥
(যথা) কৃষ্ণ-নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়,
(যা'র) তমাল-বনে আজো মধুর কানুর নূপুর শোনা যায়।
আজো যাহার কদম-ডালে
বেণু বাজে সাঁঝ-সকালে,
নিত্য লীলা করে যথা
মদন-মোহন॥
- ভাবসন্ধান: এই গানে কোন এক কৃষ্ণভক্তের অভিব্যক্তিতে কৃষ্ণের অপার
লীলার মহিমায়
মহিমান্বিত বৃন্দাবনের স্বরূপ উপস্থাপন করা হয়েছে। যেখানে এই কৃষ্ণভক্ত এসে
তাঁর নিজেকে ধন্য করতে চান।
তাই এই ভক্ত গোঠের রাখালের কাছে বৃন্দাবনের সন্ধান করছেন। যেখানে তাঁর কাঙ্ক্ষিত রাখাল-রাজা (গোপাল/শ্রীকৃষ্ণ)
দিনরাত খেলা করে। যেখানে বৃন্দাবনে দিনরাত মিলন-নৃত্য (রাসলীলা) চলে, যেখানে
চন্দ্ররূপিণী সহাস্য চাঁদের (রাধা) পাশে তাঁর চাঁদ (কৃষ্ণ) সঙ্গী হয়ে লীলা করে।
যেখানের পথের ধুলো এতই পবিত্র যে তা স্বয়ং শ্রীহরি-চন্দন (ভগবানের পবিত্র প্রসাধনী) তুল্য।
যেখানে তমাল-বনে আজো কানুর মধুর নূপুর শোনা যায়। সেই পবিত্র বৃন্দাবনের নীল যমুনা নদীতে যেন সর্বক্ষণ কেবল কৃষ্ণ-নামের ঢেউ ওঠে। সেখানকার তমাল গাছের বনে আজও যেন শ্রীকৃষ্ণের (কানুর) পায়ের নূপুরের মধুর ধ্বনি শোনা যায়। আজও তার কদম গাছের ডালে সকাল-সন্ধ্যায় শ্রীকৃষ্ণের বাঁশি (বেণু) বাজে। সেখানে স্বয়ং মদন-মোহনের (যিনি কামদেবকেও মুগ্ধ করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ) চিরন্তন প্রেমলীলা
অবিরাম বয়ে চলেছ।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ
১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
এই
সময় নজরুলের বয়স ছিল
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭। ফেব্রুয়ারি ২০১১)। ১২৫৭ সংখ্যক গান
। পৃষ্ঠা: ৩৮২।
- নজরুল-গীতি, অখণ্ড। ভক্তিগীতি, ১৩৯২ সংখ্যক গান (হরফ প্রকাশনী, ২৩ জানুয়ারি ২০০৪)। পৃষ্ঠা: ৩৬৩।
- রেকর্ড:
- এইচএমভি [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)।
শিল্পী: মিনতী মুখার্জি। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়। ]
- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৮
এপ্রিল ১৯৩৮ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ, ১৩৪৫ ) ]
- কলম্বিয়া [মার্চ ১৯৫৪ (ফাল্গুন- চৈত্র ১৩৬০)। জিই ২৪৭২০। শিল্পী: সুমিত্রা দাশগুপ্ত। সুর: দুর্গা সেন
- সুরকার
দুর্গা সেন।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। রাধাকৃষ্ণ লীলা। বৃন্দাবন
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
ধ্