বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো ঠাকুর! বলতে পার কোথায় তোমার দেশ
ওগো ঠাকুর! বলতে পার কোথায় তোমার দেশ।
সেই দেশেতে যাব আমি করবো দুখের শেষ॥
কাঁদবো তোমার পায়ে ধ'রে
আমার বাবা-মায়ের তরে,
দেখতে নারি ঠাকুর, তাদের আর এ দীন বেশ॥
- ভাবসন্ধান: মন্মথ রায়ের রচিত
'নরমেধ' রেকর্ড নাটকের জন্য রচিত এই গানে- দুঃখ-পীড়িত ভক্তের আকুতি
প্রকাশিত হয়েছে। দুই তুকের এই গানে ভক্তের পরিবারের ও নিজের দুঃখ মোচনের জন্য
ঠাকুরে কাছে আর্তি জানিয়েছেন। এই গানের ঠাকুর ভক্তের নিতান্তই নিজের গৃহদেবতা। দেবকূলের সুনির্দিষ্ট
দেবতার বাইরে এই ঠাকুর পরম সত্য। তাঁর কাছেই তাঁর সকল চাওয়া-পাওয়াই আটপৌরে
আবদার।
ভক্তের সাধারণ যাপিত জীবনের সত্যের মতই এই ঠাকুর তাঁর গৃহে এবং অন্তরে বিরাজ
করেন। তাই তাঁর চাওয়া সামান্য, কিন্তু অগ্রাহ্য করার মতো নয়। তাঁর চাওয়ার ভিতরে
রয়েছে নিতান্তই লৌকিক দর্শন। তাই
তিনি তাঁর পিতামাতার দুঃখে ব্যথিত হন, এমন কি তাঁদের জরাজীরণ পোশাকের অভাব তাঁকে
তাড়িত করে। সেই তাড়না থেকে
ঠাকুরের কাছে তাঁর আকুল নিবেদন হয়ে ওঠে নিতান্তই আটপৌরে এবং প্রাসঙ্গিক।
কিন্তু তাঁর এই সাধারণ বিশ্বাস তাঁকে আশ্বস্ত করে না। তাই তিনি তাঁর লৌকিক
বিশ্বাস থেকে অলৌকিক বিশ্বাসের দিকে ধাবিত হন। তাই তিনি গৃহদেবতার সন্ধানে
আগ্রহী হয়ে উঠেছেন ঘরের ও মনের বাইরের জগতে। তাঁর সর্বমঙ্গলময় এই ঠাকুরের কোথায় থাকেন, তিনি তা
জানেন না। তাই গৃহদেবতার বিগ্রহ বা মন-মন্দিরে বিরাজিত ঠাকুরের কল্পচিত্রকে
অতিক্রম করে প্রকৃত ঠাকুরকে জানার এই আকাঙ্ক্ষা। তা জানলে তিনি সেই দেশে গিয়ে তাঁর বাবা মায়ের দুঃখ-অবসানের জন্য,
পায়ে ধরে সাধতেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২) মাসে , মন্মথ রায়ের রচিত নাটক
'নরমেধ' টুইন রেকর্ড
কোম্পানি প্রকাশ করেছিল। এই নাটকে গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
-
গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয়
সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ১৯৭০। গান ১৩০৪]
-
রেকর্ড: টুইন।
নরমেধ
(নাটক)। মন্মথ রায় রচিত নাটক। [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২০৯। চরিত্র:
কুশধ্বজ। শিল্পী: হরিমতী]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬]
নবম গান। [নমুনা]
- সুরকার: ধীরেন দাস
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। সাধারণ। ঠাকুর। প্রার্থনা
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: র্সর