বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চোখে চোখে চাহ যখন তোমরা দু'টি পাখি
চোখে চোখে চাহ যখন তোমরা দু'টি পাখি।
সেই চাহনি দেখি আমি অন্তরালে থাকি'॥
        মনে জাগে, অনেক আগে
        এমনি গভীর অনুরাগে,
আমার পানে চাইত কেহ এমনি অরুণ-আঁখি॥
ঘুমাও যখন তোমরা দু'জন পাখায় বেঁধে পাখা,
আমি দূরে জেগে থাকি, যায় না কাঁদন রাখা।
        পরশ যেন লেগে আছে
        শূন্য আমার বুকের কাছে,
তোমার মতন ঘুমাত কেউ এই বুকে মুখ রাখি'॥