বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ছল্‌কে গাগরি গোরী ধীরে ধীরে যাও
        রাগ: পিলু-বারোয়াঁ

ছল্‌কে গাগরি গোরী ধীরে ধীরে যাও,
পলকে পরান নিতে বারেক ফিরে চাও॥
            যৌবন-ভার-নত
            ক্ষীণ তনু সহে কত,
পরানের বিনিময়ে তব ভার মোরে দাও॥
ঝলকে বিজলি-জ্বালা মদির নয়ন তলে
পতঙ্গ পোড়ে অনলে তবু সে পড়ে না জলে,
নয়নে চাহিয়া দহি, নয়ন ফিরায়ে নাও॥