বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোর বিদায়-বেলার বন্ধুরে দেখে নে নয়ন পুরে'।

নাটক: 'সাবিত্রী', রাগ; জয়জয়ন্তী, তাল: একতাল

তোর বিদায়-বেলার বন্ধুরে দেখে নে নয়ন পুরে'।
সে যায় মিশে' ঐ কোন্ দূর দিনে শেষের'- শেষ সুরে॥
                ঘুমের মাঝে বন্ধু তোর
                ছিঁড়বে বাহুর বাঁধন-ডোর,
যাবে নয়ন, রবে নয়ন-লো - যায় রে বিহগ যায় উড়ে॥
            (তুই) বহাবি নদী কেঁদে
                    পাষাণে হৃদয় বেঁধে,
তবু যেতে হবে তায় অসহায় অচিন্ পুরে॥