বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নয়ন যে মোর বারণ মানে না
    রাগ: কাফি মিশ্র, তাল: দাদরা
নয়ন যে মোর বারণ মানে না।
বারণ মানে না মন কাঁদন মানে না॥
নিশিদিন তব আশে
আছি চেয়ে পথ পাশে,
দুকূল বেয়ে সলিল আসে কাজল মানে না॥
সবার মাঝে থেকেও একা
আমি তাই তো তোমার চাই গো দেখা,
মরম যে গো, তোমায় ছাড়া কারেও জানে না॥