বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পলাশ ফুলের মউ পিয়ে


       রাগ: শঙ্করা, তাল: একতাল

পলাশ ফুলের মউ পিয়ে ঐ বউ-কথা-কও উঠ্ল ডেকে।
শিশ্ দিয়ে যায় উদাস হাওয়া নেবু-ফুলের আতর মেখে॥
            এমন পূর্ণ চাঁদের রাতি
            নেই গো আমার জাগার সাথী,
ফুল-হারা মোর কুঞ্জ-বীথি- কাঁটার স্মৃতি গেছে রেখে॥
            শূন্য মনে এক্‌লা গুণি
            কান্না-হাসির পান্না-চুণী,
বিদায়-বেলার বাঁশি শুনি- আস্‌ছে ভেসে ওপার থেকে॥

১. শঙ্করা মিশ্র। ২. সাথে