বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বাজিছে বাঁশরি কার অজানা সুরে।
বাজিছে বাঁশরি কার অজানা সুরে।
ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে॥
তারা-লোকের সাথীরে যেন সে চাহে ধরাতে,
তারি কাঁদন যেন ঝরা কুসুমে ঝুরে॥
চাঁদের স্বপন ল'য়ে জাগে সে নিশীথ একা,
নিরালা গাহে গান হায় বিষাদ-মধুরে॥
তাহারি অভিমান যেন উঠিছে বাতাসে কাঁপি',
তাহারি বেদনা দূর আকাশে ঘুরে॥