বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বিদেশী অতিথি সিন্ধু পারে পথহারা ফিরি দ্বারে দ্বারে
পুরুষ : বিদেশী অতিথি সিন্ধু পারে পথহারা ফিরি দ্বারে দ্বারে।
স্ত্রী : বাইরে হিম ঝরে ঝিম্ ঝিম্ ঝিম্ বন্ধু এসো এপারে॥
পুরুষ : তোমারে বুঝি না বুঝি বা আধেক
স্ত্রী : নয়নের ভাষায় বঁধু সব দেশে এক,
পুরুষ : তুমি ঊষা, ল’য়ে তুষার কর খেলা – ভোরবেলা।
স্ত্রী : পুবের তপন সম রাঙাও জীবন মম তোমার কিরণধারে॥

পুরুষ : তব কণ্ঠে সুর শুনি হায় সকরুণ স্মৃতি জাগায়,
স্ত্রী : বিদেশী চেরী-কুসুমের মালিকা লহ গলায়।
উভয়ে : চল যাই যেথা নাই দেশের বন্ধন
নাহি গো ক্রন্দন,
নিরুদ্দেশের পথে প্রেম অভিসারে॥