বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি
   রাগ: পিলু-খাম্বাজ, তাল: লাউনি

ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি।
তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি॥
তুমি ভুল ক’রে এসেছিলে ভুলে ভালবেসেছিলে,
ভুলের খেলা ভুলের মেলা তাই প্রিয় ভেঙে দিলে।
ঝরা ফুলে হের ঝুরে কানন-বীথি॥
তব সুখ-দিনে তব হাসির মাঝে অশ্রু মম
রবির দাহে শিশির সম শুকাইবে প্রিয়তম,
হাসিবে তব নিশীথে নব চাঁদের তিথি॥
ফোটে ফুল যায় ঝ’রে গহন বনে অনাদরে
গোপনে মোর প্রেম-কুসুম তেমনি গেল গো মরে,
আমার তরে কাঁটার ব্যথা কাঁদুক নিতি॥