বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: নিত্য শুদ্ধ কল্যাণ রূপে আছে তুমি মোর সাথে।
মরালী-গমনশ্রী মদ-অলস চরণে।
কে পূর্ণ-যুবতী গো চল নীর-ভরণে।
        বেণী-বিলম্বিতা
        উন্মনা অসম্বৃতা,
দেশকার লোভাতে চল মুনি-মন হরণে॥
পূর্বাচল-বিভাসিত গো তব গৌরী অঙ্গে,
ব্রজে তুমি কি বিরাজ কর গোপী-মাধব সঙ্গে।
        পঞ্চমে পাপিয়া বোলে
        চমকি’ থাম তরুতলে,
সরসী-নীরে কমল রাঙে তব অরুণ-বরণে।