বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মালার ডোরে বেঁধো না গো বাহুর ডোরে বাঁধো।
মালার ডোরে বেঁধো না গো বাহুর ডোরে বাঁধো।
কাঁদোই যদি, আমার বুকে মুখ লুকিয়ে কাঁদো॥
            তোমার পূজার আসন হতে
            নামাও এবার ধূলির পথে,
দেবতা ব'লে সেধো না গো, প্রিয় ব’লে সাধো॥
পূজারিণী, জাগো জাগো – হৃদয় দুয়ার খোলো॥
নিবেদনের ফুলে বরণ-মালা গেঁথে তোলো॥