বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা

               রাগ: পিলু-কাফি, তাল: দাদরা
        মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা।
কে     দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥
                মেঘ-নটীর নূপুর
                ঐ বাজে ঝুমুর ঝুমুর,
        শীর্ণা-তনু ঝর্না তরঙ্গ-উতরোলা॥
        ফুল-পসারিণী ঐ দুলিছে বনানী
        বিনিমূলে বিলায় সে সুরভি, ফুল ছানি।
আজ ঘরে ঘরে ফুল-দোল্ সব বন্ধ দুয়ার খোলা॥
             জলদ-মৃদঙ্ বাজে
            গভীর ঘন আওয়াজে,
        বাদলা-নিশীথ দুলে ঐ তিমির-কুন্তলা॥
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পিলু-কাফি-দাদরা। পৃষ্ঠা: ৩২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ২৭। পিলু-কাফি-দাদরা।  পৃষ্ঠা ২৪০-৪১]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৮৪। রাগ: পিলু-কাফি, তাল: দাদরা পৃষ্ঠা: ৫০২-৫০৩]
  • রেকর্ড: মেগাফোন [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)]। জেএনজি ১৯৭ শিল্পী: শ্রীমতী পারুল
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • জগৎ ঘটক। সুরলিপি। নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ১৪১০ বঙ্গাব্দ আগষ্ট, ২০০৩।  [নমুনা]
    পর্যায়: