বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: যমুনা-সিনানে চলে তন্বী মরাল-গামিনী।
 
      রাগ: পিলু, তাল: দাদরা
যমুনা-সিনানে চলে তন্বী মরাল-গামিনী।
লুটায়ে লুটায়ে পড়ে পায়ে বকুল কামিনী॥
        মধু বায়ে অঞ্চল
        দোলে অতি চঞ্চল,
কালো কেশে আরো মেখে খেলিছে মেঘ দামিনী॥
        তাহারি পরশ চাহি’
        তটিনী চলেছে বাহি,’
তনুর তীর্থে তারি আসে দিবা ও যামিনী॥