বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী।
রাগ: শঙ্করী (নজরুল-সৃষ্ট), তাল: একতাল
শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী।
বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি॥
          সজল-কাজল-ঝর্না
          মুক্‌ত বেণী অপর্ণা,
তিমির বিভাবরী স্নিগ্ধা শ্যামা কালিকা ভবানী॥
প্রলয় ছন্দময়ী চণ্ডী শব্দ-নূপুর-চরণা,
শাম্ভবী শিব-সীমন্তিনী শঙ্করাভরণা।
            অম্বিকা দুঃখহারিণী
            শরণাগত-তারিণী,
জগদ্ধাত্রী শান্তিদাত্রী প্রসীদ মা ঈশানী॥