বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি
                রাগ: ঝিঁঝিট, তাল: কাহারবা
সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি।
গেয়েছিল এমনি সুরে একদা এক অতিথি॥
কণ্ঠে তাহার এমনি, মায়া প্রাণ-মাখানো এমনি,
গাইত হতাশ তরুণ পথিক, এমনি করুণ-গীতি॥
এনেছিল বাসন্তি রং তার ছোঁওয়া আমার প্রাণ,
মুছে গেছে রঙের সে-দাগ, কে জাগায় ফের তার স্মৃতি॥
চ’লে গেছে তাহার সাথে বসন্ত মোর অকালে,
ভ’রে গেছে ঝরা ফুলে শুকনো পাতায় বন-বীথি॥
ভুলিয়াছিলাম ভালো তাই কি পুন কাঁদাতে
আসিল সে সিঁদুর-রাগে রাঙাতে সাঁঝের সিঁথি॥