বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হেলে দুলে নীর ভরণে ও-কে যায়

    রাগ: বেহাগ-খাম্বাজ, তাল: দাদরা
হেলে দুলে নীর ভরণে ও-কে যায়।
(কিশোরী) ছল ক’রে কলসী নাচায়॥
দুলে দোদুল তনু-লতা, বাহু দোলে, দুলে অঞ্চল চঞ্চল বায়।
দুলে বেণী, দুলে চাবি আঁচলায়॥
নাচে জল-তরঙ্গে তটিনী রঙ্গে জলদ্ দাদ্রা বাজায়,
(তার পায়) মম পরান নূপুর হতে চায়॥