বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সখি সাপের মণি বুকে ক'রে কেঁদে নিশি যায়            
তাল : কাহারবা
সখি  সাপের মণি বুকে ক'রে কেঁদে নিশি যায়
      কাল-নাগিনী ননদিনী দেখ্‌তে পাছে পায় (লো সখি)॥
        সই  প্রাণের গোপন কথা মম
              পিঞ্জরেরি পাখির সম
        পাখা ঝাপটিয়া কাঁদে বাহির হতে চায়॥
        পাড়ার বৌ-ঝি যদি জলের ঘাটে কানে কথা কয়
        আমার কথাই কইলো বুঝি মনে জাগে ভয় (সখি);
        আমি  চাইতে নারি চোখে চোখে
        পাছে  মনের কথা জানে লোকে।
                আমার একি হলো দায়
                সখি লুকানো না যায়
সখি  কাঙাল যেমন পেয়ে রতন থইতে ঠাঁই না পায়॥